ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মুহূর্তের কথা

শাহীন মজদুর  জানুয়ারি ২, ২০২৫, ০৯:০২ পিএম মুহূর্তের কথা

     মুহূর্তের কথা 
      শাহীন মজদুর 

জীবিকার ঝাঁপিগুলো তখনো খুলেনি,
খুলেনি নূতন পর্ব অরণ্য কেতকী।
বনমোরগ, বনকপোত ওরাও জাগেনি;
দখিনা হাওয়ার চিঠি পায়নি হরীতকী।

 
এমনি মুহূর্ত ঘিরে, এমনি আবহে,
ডাকিলে আমায় তুমি আশ্রমে তোমার;
অনুভূতির কী এক অনিবার্য মোহে,
সভ্যতার রীতি ভেঙে মিলিত হবার!

বিনিময় পর্ব শেষে থাকে না তো আর
দু'টি মনে ভালো লাগা আনন্দ অপার!
কয়েদির মতো শুধু চাপা অনুতাপ, 
আর জাগে মুহুর্মুহু অন্তরের শোক।
এই তো শাশ্বত প্রীতি, নেই যাতে পাপ;
অকলুষ যে প্রেমের আমি স্তাবক।

 কালের সমাজ / আ.য         

Side banner