জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল পাল নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। প্রায় ২৪ ঘণ্টায়ও কোনও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী মুম্বাইয়ের সান্তা ক্রুজ থানায় নিখোঁজ-এর অভিযোগ দায়ের করেছিলেন। তিনি দাবি করেন তার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। পরে সুনিল ফিরেও আসেন কিন্তু সে সব্য কিছু বলেন না। পরে তিনি জানান তাকে আসলেই কিডন্যাপ করা হয়েছিল।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মুম্বাইয়ে ফেরার পরেও দুঃস্বপ্ন কাটছে না সুনীল পালের। ভারতের হারিদ্বারে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাকে অপহরণের শিকার হতে হয়। মুক্তির জন্য দিতে হয়েছে ৮ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকার বেশি।
শুরুতে অপহরণের বিষয়টি গোপন রেখেছিলেন সুনিল। পরে বিষয়টি নিয়ে খোলাসা করলেন তিনি। আপাতত তিনি সেই ঘটনার অভিঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি, পাশাপাশি আইনি পদক্ষেপ করার কথাও ভাবছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ের বাড়িতে বসে সুনিল বলেন, আমাকে অপহরণ করা হয়েছিল। গত ২ ডিসেম্বর হারিদ্বারে একটি ব্যক্তিগত জন্মদিনের অনুষ্ঠানে কমেডি শো করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। তারা অর্ধেক টাকা আগেই দিয়েছিল। বিমানবন্দরে গাড়ি পাঠানো হয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর গাড়ি বদলে আমাকে আরেকটি গাড়িতে উঠানো হয়। তখনই বুঝলাম ভয়ানক কিছু হতে চলেছে।
তিনি আরও বলেন, আমাকে চোখ বাঁধা অবস্থায় একটি অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়। ওরা আমাকে অপহরণ করার বিষয়টা তখনই জানায়। তারা ৭ থেকে ৮ জন ছিল যার বেশিরভাগই মদ্যপ অবস্থায় চিৎকার করছিল। জনপ্রিয় কমেডিয়ান জানান, তাকে আটকে রেখে ২০ লাখ রুপি দাবি করে অপহরণকারীরা। দর কষাকষি করকে ৮ লক্ষ রুপি মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি। কিন্তু বিভীষিকার ওই ২৪ ঘণ্টা কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছেন না সুনীল।
পুলিশে অভিযোগ প্রসঙ্গে সুনিল বলেন, মুম্বাই পুলিশ মামলা করার পরামর্শ দিলেও আমি এখনও সিদ্ধান্ত নিতে পারছি না। আমি প্রচণ্ড মানসিক চাপে আছি। ওরা আমার পরিবারকে ক্ষতির হুমকি দিয়েছে। তাই এখনও নিশ্চিত নই মামলা করব কি না।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ অংশগ্রহণ করেছিলেন সুনীল।স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে খুব অল্পদিনের মধ্যেই তিনি সকলের নজর কেড়েছিলেন। বলিউডের বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতেও দেখা যায় সুনীলকে। ‘বোম্বে টু গোয়া’, ‘আপনা স্বপ্না মানি মানি,’ ‘ফির হেরা ফেরি’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
কালের সমাজ//এ.স//র.ন
আপনার মতামত লিখুন :