ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিয়ে বাড়িতে গিয়ে যা করলেন অক্ষয়

বিনোদন ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৪, ০১:০১ পিএম বিয়ে বাড়িতে গিয়ে যা করলেন অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ৫০ পেরিয়ে গেছে সেই কবে। তবে তিনি এখনো ফিটনেসের দিক থেকে যুবক। অবলীলায় নবপ্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের পেছনে ফেলে রাখার ক্ষমতা রাখেন এ অভিনেতা। সম্প্রতি অক্ষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে তিনি শুধু একজন ভালো অভিনেতাই নন, প্রয়োজনে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে পারেন।

সম্প্রতি একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি ছিলেন অক্ষয় কুমার। অচেনা পরিবেশে হঠাৎ করে গান ধরে বসলেন তিনি। ‘স্পেশাল ২৬’ সিনেমার এই গানটি শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, একসময় অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি পেয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে ‘হেরা ফেরি’ সিনেমার পর থেকে অক্ষয়কে মানুষ চিনল একজন কমেডিয়ান হিসেবেও। অপূর্ব অভিনয়, কমিক টাইমিং যে কতটা নিখুঁত হতে পারে তা তিনি দেখিয়েছেন বহু সিনেমায়। অন্য ধাঁচের সিনেমাতেও তিনি বেশ কয়েকটি গান করেছেন, যার মধ্যে রয়েছে ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট’, ‘প্যাডম্যান’।


‘স্পেশাল ২৬’ সিনেমাটি মূলত একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছিলেন অনুপম খের, জিমি শেরগিল, মনোজ বাজপেয়ি, কাজল আগরওয়াল, দিব্যা দত্ত। এই গল্পটি এমন একটি মানুষের গল্প, যিনি নিজেকে সিবিআই অফিসার সেজে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

আর ‘স্পেশাল ২৬’, এই সিনেমার অন্যতম জনপ্রিয় গান হলো মুঝ মে তু। এই গানে অভিনয় করেছিলেন অক্ষয় ও কাজল। সংগীতশিল্পী কীর্তি সাগাথিয়া গেয়েছিলেন এই গানটি। এবার এই গানটি শোনা গেল অক্ষয়ের গলায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। যদিও বরপক্ষ না কনেপক্ষ— কোন তরফ থেকে আমন্ত্রিত ছিলেন অক্ষয় তা এখনো জানা যায়নি। তবে অক্ষয়ের এই গান যে সবাইকে মুগ্ধ করেছে, তা বলাই বাহুল্য। ভিডিওতে দেখা গেছে, অক্ষয় স্টাইলিশ কালো পোশাক পরেছেন। কালো ট্রাউজার, কালো কোট ও কালো জুতা পরে বেশ স্মার্ট লাগছিল অভিনেতাকে।

তবে অক্ষয় যে ভালো গান করেন তা ২০১৯ সালে ‘হাউসফুল ৪’ থেকেই জানা গিয়েছিল। এ সিনেমায় প্রথমবার রেপিং করতে দেখা যায় অভিনেতাকে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন খিলাড়িখ্যাত অভিনেতা।

কালের সমাজ//এ.স//র.ন

Side banner