ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসসহ ১৭ তারকার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

কালের সমাজ | বিনোদন ডেস্ক এপ্রিল ২৯, ২০২৫, ০৪:১৬ পিএম নুসরাত ফারিয়া-অপু বিশ্বাসসহ ১৭ তারকার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, সুবর্ণা মোস্তফা, জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় আন্দোলন দমন করতে আসামিরা সরকারকে আর্থিক ও প্রভাবগত সহায়তা দিয়েছেন, যা পরোক্ষভাবে সহিংসতা উসকে দেয়।


মামলায় বলা হয়, ঢাকার ভাটারা থানাধীন এলাকায় আন্দোলনের সময় গুলিতে এনামুল হক গুরুতর আহত হন। তার দাবি, এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশ না নিলেও অভিযুক্ত তারকারা আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং আর্থিক সহায়তা দিয়ে দমনপীড়নে অংশগ্রহণ করেন। তিনি এই ঘটনার জন্য তাদের দায়ী করে আদালতে মামলা দায়ের করেন।


এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, ভাবনা, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জায়েদ খান, সাইমন সাদিক, আজিজুল হাকিমসহ আরও কয়েকজন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সরকারপন্থী অবস্থান নিয়ে আন্দোলন দমন তৎপরতায় সহায়তা করেছেন, যা সরাসরি জনগণের মত প্রকাশের অধিকার লঙ্ঘন করে।


ভাটারা থানার ওসি গণমাধ্যমকে জানান, মামলাটি আইন অনুযায়ী গৃহীত হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মামলাটি প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছেন, কেউ বলছেন ‘জনপ্রিয়তার অপব্যবহার’। অভিযুক্ত তারকাদের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।


বিশ্লেষকরা বলছেন, এই মামলা শুধু আইনি নয়, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতে শিল্পীদের রাজনৈতিক অবস্থান ও দায়িত্ববোধ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner