ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের জুরি বোর্ডের সভাপতি জুলিয়েট

কালের সমাজ | রেকায়েত আলী খান মার্চ ৯, ২০২৫, ০৩:৫৮ পিএম কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের জুরি বোর্ডের সভাপতি জুলিয়েট

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এ ঘোষণা দেয়।


এক বিবৃতিতে জানানো হয়, অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।


জানা গেছে, জুলিয়েট বিনোশ কান উৎসবে এমন সম্মানজনক দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী। ২০২৪ সালে প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পান ‘বার্বি’ খ্যাত তারকা নির্মাতা গ্রেটা গারউইগ।  


কান উৎসবের মত এতো বড় আয়োজনে এমন গুরুদায়িত্ব পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত জুলিয়েটও।  


এক বিবৃতিতে ৬০ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, এক তরুণ অভিনয়শিল্পী হিসেবে উত্তেজনা আর অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে আমি প্রথমবার কানের লাল গালিচায় পা রেখেছিলাম। আমি কখনো ভাবিনি যে, ৪০ বছর পর আমি এই উৎসবের জুরি সভাপতির দায়িত্বে ফিরব। আমি এই সম্মান ও দায়িত্ব বিনয় এবং গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি।


প্রসঙ্গত, আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে বসতে চলেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব।


কালের সমাজ//র.ন

Side banner