ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সকল শ্রেণিতে পহেলা জানুয়ারি নতুন বই দেয়া সম্ভব না: ড. সালেহউদ্দিন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০২৪, ০২:২০ পিএম সকল শ্রেণিতে পহেলা জানুয়ারি নতুন বই দেয়া সম্ভব না: ড. সালেহউদ্দিন

সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতেই দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, বৈঠকে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ ছাড়া দেয়া হয়েছে।

দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না। সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।

এছাড়া বৈঠকে সরকারি ক্রয় কমিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল ও ভোজ্যতেল ক্রয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

কালের সমাজ/এ.স/আ.য

Side banner