ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চাকরিপ্রার্থীদের পরীক্ষার প্রশ্ন ও উত্তর

কালের সমাজ | মোঃআল যাবিদ হাসান অক্টোবর ১১, ২০২৪, ০৪:৩৮ পিএম চাকরিপ্রার্থীদের পরীক্ষার প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞানের আসর
চাকরিপ্রার্থীদের পরীক্ষার প্রশ্ন ও উত্তর

১. "গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি"
   গ্রহটি পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
  উত্তর : ১৩০০ গুণ

২. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদীর নাম কী?
   উত্তর : যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের রো নদী। 
    নদীটির দৈর্ঘ্য মাত্র ২০১ ফিট বা ৬১ মিটার।

৩.  বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায় কোন দেশের মানুষ?
   উত্তর : সুইজারল্যান্ড

৪.  E. Coli (ই.কলি) নামক ব্যাকটেরিয়ার ডিএনএ (DNA)-এর
   দৈর্ঘ্য কত টুকু?
  উত্তর : প্রায় ১.৫ কিমি.।

৫. DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল
   কত বছর বয়সে ব্যবসা শুরু করেন?
   উত্তর : মাত্র ১৯ বছর বয়সে। 

কালের সমাজ/যাবিদ

 

Side banner