জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্বকে শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, ঔষধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাগত সরঞ্জাম কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিয়ায় উদ্ভাবিত গবেষণার খাতগুলির জন্য মেধাস্বত্ব অপরিবহার্য।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে `বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫` উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. শওকাত আলী আরও বলেন, "নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি আমাদের এমন একটি বিশ্ব নির্মাণে কাজ করতে হবে যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হবে।" তিনি তরুণ, নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, "মেধাস্বত্ব যেন কখনো উদ্ভাবনের পথে বাধা না হয়ে দাঁড়ায় বরং উদ্ভাবনের জন্য আরও উন্মুক্ত দ্বার তৈরি করে।"
সেমিনারে সভাপতিত্ব করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। তিনি মেধাস্বত্ব বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে সকালে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
কালের সমাজ//বেরোবি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :