কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় শিক্ষার্থী সংগঠনগুলো।
শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত `বি` ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনভর ধরে কর্মযজ্ঞ ছিল এ সংগঠনগুলো।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক জুড়ে বিভিন্ন অংশে আঞ্চলিক সংগঠনের ‘হেল্প ডেস্ক’ ও ‘তথ্য কেন্দ্র ’নামে বুথ বসানো হয়। সেখানে বিভিন্ন প্রান্তে থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানিসহ শরবতের ব্যবস্থা করেন। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছে, তেমনি অভিভাবকদের মাঝেও স্বস্তি ফিরেছেন বলে জানিয়েছেন অভিভাবকরা।
খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, লক্ষ্মীপুর ও দেবিদ্বারসহ বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় সংগঠনগুলো শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের ব্যানারে সেবা প্রদান করেছে। কেন্দ্রের বাইরে টেন্ট বসিয়ে সক্রিয় ছিল জেলা ও বিভাগভিত্তিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনগুলো। এছাড়াও এসব সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তার পাশাপাশি মেডিকেল সার্ভিস ও বিশ্রামে ব্যবস্থা ছিল প্রশংসনীয়।
চট্টগ্রাম থেকে আসা অভিভাবক হাকিম বলেন, অভিভাবক হিসেবে একটা কথাই বলবো যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠনগুলোর অবদান আমার মনে থাকবে। দেশের বিভিন্ন এলাকা থেকে অভিবাকরা এসেছে। সংগঠনগুলো থেকে সর্বোচ্চ সহায়তা পেয়েছি।
লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মানছুর আলম অন্তর বলেন, আজকেও আমরা লক্ষ্মীপুর থেকে আসা শিক্ষার্থীদের সাথে অভিবাকদের জন্য বিশ্রাম এবং পানির ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদেরকে আসার জন্য গাইডলাইন এবং আবাসনসহ খাবারের ব্যবস্থা করেছি।
ফেনী স্টুডেন্ট এসোসিয়েশনের সহসভাপতি মো. আবিদুরন রহমান বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য বুথ বসিয়েছি।
কালের সমাজ//কুবি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :