ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাবিতে মার্কিন প্রফেসরের প্রশিক্ষণ ও উপাচার্যের সাথে মতবিনিময়

হ্লাথোয়াইছা চাক ,রাবি প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৭:৪২ পিএম রাবিতে মার্কিন প্রফেসরের প্রশিক্ষণ ও উপাচার্যের সাথে মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। আজ ২১ এপ্রিল, রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে “মিক্সড মেথডস: প্রফেশনাল জার্নি ইন সাইকোলজি” শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

দিবসব্যাপী এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এর মনোবিজ্ঞানের প্রফেসর এলিসন কে. কারাসজ এবং ঢাকাস্থ আইসিডিডিআরবি’র সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ডা. ফাহমিদা তোফায়েল। বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফের ল্যাবে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন চিকিৎসা মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রশিক্ষণ শেষে রিসোর্স পারসনদ্বয় রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় উপাচার্য রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিষয়ে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলে রিসোর্স পারসনদ্বয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 


কালের সমাজ// রাবি.প্র//এ.জে

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর