ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
বিএসসি

কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনে বাকৃবি শিক্ষার্থীদের ৬ দফা দাবি

সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৭:১৫ পিএম কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনে বাকৃবি শিক্ষার্থীদের ৬ দফা দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও ৬ দফা দাবি উত্থাপন করেছেন। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির বিষয়ে মতামত প্রকাশ করেন। তারা জানান, ‍‍`ডিপ্লোমাধারী কৃষিবিদদের ৮ দফা দাবি অযৌক্তিক। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এসব দাবি গ্রহণ না করার আহ্বান জানান। তাদের মতে, ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের সকল ধরনের বৈষম্য দূর করা। তারা আরও বলেন, স্নাতক কৃষিবিদদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না।

শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের কৃষি উন্নয়নে বিএসসি কৃষিবিদরা নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উচ্চফলনশীল জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এক্ষেত্রে যদি ডিপ্লোমাধারীদের নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পিছিয়ে পড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধনে বাকৃবি শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি উত্থাপন করে, তা হলো:

১। ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান) চাকরিতে বিএসসি ও ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।

২। বিসিএস পরীক্ষা ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে যোগদান করা যাবে না; ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে।

৩। বিএডিসিসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে।

৪। প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।

৫। কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের পর্বে "কৃষিবিদ" পদবী ব্যবহার করা যাবে না; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

৬। কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।

এসময়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন কৃষি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই উদ্যোগ দেশের বিএসসি কৃষিবিদদের বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



কালের সমাজ//বাকৃবি .প্র//এ.জে

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর