বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে ৩২ দিনব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিচার্স ট্রেনিং একাডেমি (বিউটিএ)–এর আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম সেলিমুল হক। এ সময় তিনি বলেন, "শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ এবং চিন্তাশক্তি গঠনে অবদান রাখাও গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিক্ষক হিসেবে নিজেদের দক্ষতা উন্নয়নের একটি বড় সুযোগ।"
প্রশিক্ষণ কোর্সটি মূলত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন অনুষদের মোট ৩০ জন শিক্ষক। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা পাঠদানের আধুনিক কৌশল, মূল্যায়ন পদ্ধতি, গবেষণা পদ্ধতি, উচ্চশিক্ষার নৈতিকতা ও শিক্ষাদানের মনস্তত্ত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিউটিএ’র পরিচালক অধ্যাপক ড. লুৎফুল কবির, কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।
কালের সমাজ// বাকৃবি .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :