ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‍‍`এ‍‍` ও ‍‍`সি‍‍` ইউনিটের উপস্থিতি ৬৭ ও ৭৭ শতাংশঃ কুবি ভর্তিযুদ্ধ

কুবি প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৫, ১১:১১ এএম ‍‍`এ‍‍` ও ‍‍`সি‍‍` ইউনিটের উপস্থিতি  ৬৭ ও ৭৭ শতাংশঃ কুবি ভর্তিযুদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শনিবার (১৯ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে শনিবার সকাল ১০টা থেকে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, ‍‍`সি‍‍` ইউনিটে ১২টি কেন্দ্র  ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭হাজার ৬শত ৪৬জন।  উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩শতাংশ। ‍‍`এ‍‍` ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯ শত ৯৯জন।  উপস্থিতির হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, আজকের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৪৪ ধারা, ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিএনসিসি ও রোভার স্কাউটসের তৎপরতায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালনের ফলে ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সুন্দরভাবে হয়েছে। ‘বি’ ইউনিটেও একই পরিবেশ বজায় রাখার প্রত্যাশা করেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ ভাল ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং আগামী ‘বি’ ইউনিটের পরীক্ষাতেও সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের দাবিতে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক ও শিক্ষার্থীদের অবদান ছিল। শিক্ষার্থীরা পরিবহন ও নিরাপত্তায় সহায়তা করেছে, তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, গত এক সপ্তাহ ধরে সবাই কঠোর পরিশ্রম করেছেন। সকলের সহযোগিতায় পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‍‍`বি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে ভর্তি পরিক্ষা সম্পন্ন হবে।

 

কালের সমাজ// কুবি .প্র//এ.জে

Side banner