ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশে যারা

সুমন গাজী,বাকৃবি প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৫, ০৯:০২ পিএম কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশে যারা

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ। প্রকাশিত ফলাফলে মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৪.২৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এম আর ইসলাম স্বাধীন। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ যোগ করে তার মোট প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে ১২৯.৭৭। 

দ্বিতীয় স্থান অর্জন করেছেন নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী মো. আবরার ইকবাল। তিনি লিখিত পরীক্ষায় পেয়েছেন ৮৩.২৫ এবং জিপিএসহ তার মোট নম্বর ১২৬.৪৫। তৃতীয় স্থান অধিকার করেছেন আনিকা মোস্তফা ইবনাত । লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮২.২৫ এবং জিপিএসহ মোট নম্বর ১২৬.২৪।

চতুর্থ স্থানে রয়েছেন নিশাত নওয়ার খান, যার প্রাপ্ত নম্বর ৮২.৫ এবং জিপিএসহ মোট ১২৩.০২। পঞ্চম হয়েছেন মো. সোহানুর রহমান সোহান। লিখিত পরীক্ষায় পেয়েছেন ৭৬.৭৫ এবং জিপিএসহ তার মোট নম্বর ১২০.৪৭।

ষষ্ঠ স্থানে রয়েছেন মো. আলমাহী নোমান (লিখিত ৭৮.২৫, জিপিএসহ ১২০.৩৩), সপ্তম হয়েছেন মো. তৌফিক আল হাকিম (লিখিত ৮০, জিপিএসহ ১১৯.৬১), অষ্টম স্থানে আছেন আফরা সুরাইয়া অন্বেষা (লিখিত ৭৩, জিপিএসহ ১১৮.৬৪), নবম স্থান অধিকার করেছেন মো. জাহিদ হাসান (লিখিত ৭৭, জিপিএসহ ১১৮.২৩) এবং দশম স্থান অর্জন করেছেন দিদার মাহমুদ আলী। তিনি লিখিত পরীক্ষায় পেয়েছেন ৭৬.৫ এবং জিপিএসহ মোট নম্বর ১১৭.৪১।

উল্লেখ্য, কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার যাবতীয় ফলাফল ও তথ্য https://acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ফলাফল দেখা এবং পছন্দক্রম পূরণের কাজও ওই সাইট থেকেই করা যাবে। মেধা ও অপেক্ষমাণ তালিকাভুক্ত শিক্ষার্থীদের পছন্দক্রম পূরণের সময়সীমা ২২ এপ্রিল পর্যন্ত নির্ধারিত হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner