পহেলা বৈশাখের আনন্দঘন মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) পুনরায় চালু হতে যাচ্ছে “ক্যাম্পাস রেডিও”। রবিবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তির দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছয় সদস্যের ক্যাম্পাস রেডিও পরিচালনা কমিটি গঠন করেন।
পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা। কমিটির অন্য সদস্যরা হলেন—জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জামিলুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মোঃ গোলাম রব্বানী, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ মেরাজ আলী এবং উপাচার্য দপ্তরের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালিত এ ক্যাম্পাস রেডিও মূলত অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে তথ্য ও বিনোদনমূলক কনটেন্ট উপস্থাপন করবে। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন থেকেই এর কার্যক্রম শুরু হবে ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, মত প্রকাশ এবং ক্যাম্পাস-জীবনের ইতিবাচক দিক তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :