ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৫, ০৬:৪৭ পিএম ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ঢাবির আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থী রিট করেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ ওঠে। পরবর্তীতে এক পরীক্ষার্থী পরীক্ষা পুনরায় গ্রহণের আবেদন জানিয়ে উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন। যথাযথ সাড়া না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে, প্রশ্নপত্রের ভুলের বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিষয়টি তুলে ধরা হয় এবং ২০ ফেব্রুয়ারির আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি, এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner