ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৫, ০১:৪৬ পিএম মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষাখাতে সুশাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে, মাদ্রাসাগুলোতে বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক ও বাস্তবসম্মত শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

এছাড়া, শিক্ষা খাতের সার্বিক উন্নয়নের জন্য সুশাসন ও সংস্কারের ওপর জোর দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ// এ.জে

Side banner