রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ্রদেব চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাইনান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়েস তালুকদার।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ পরিষদে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোসাঃ মমতারিনা খাতুন তমা। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল বারি তাহসিন ও হাসিনুর রহমান হিমেল। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইসরাত জাহান শৈলী। এছাড়া পরিচালকের দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক, ইয়াসিন আরাফাত, মুকিত আলম, সুমাইয়া আক্তার আলো, আফ্রিদা বিনতে ইকবাল, প্রনব কুমার সাহা, নাবিল হাসান ও মশিউর রহমান।
সাধারণ বার্ষিক পরিষদে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাহরিয়ার ইমন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশরাত জাহানসহ অন্যান্য সদস্যরা। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনটির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি শুভ্রদেব চাকমা দায়িত্ব গ্রহণের পর বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি সেই ধারা অব্যাহত রাখবে এবং সংগঠনকে আরও এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।”
সাধারণ সম্পাদক চয়েস তালুকদার বলেন, “এই সংগঠন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনের সফলতার চাবিকাঠি হলো সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সুসংহত কার্যক্রম। আমরা সবাই মিলে কাজ করলে সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো।”
২০১৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) শিক্ষার্থীদের কূটনৈতিক চর্চার মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে। প্রতি বছর বিভিন্ন কনফারেন্স ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা নিশ্চিত করছে সংগঠনটি। নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনটি আগামীতেও শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনাকে বিকশিত করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কালের সমাজ/সাএ
আপনার মতামত লিখুন :