ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পাওয়ারটেক এক্সপোতে অংশ নিচ্ছে এডেক্স গ্রুপ

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৫, ০৭:০০ এএম পাওয়ারটেক এক্সপোতে অংশ নিচ্ছে এডেক্স গ্রুপ

বিশ্বমানের প্রযুক্তি নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হল ০১-এ শুরু হচ্ছে পাওয়ারটেক এক্সপো ২০২৫। বাংলাদেশের বিদ্যুৎ খাতে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে এবারের এক্সপোতে অংশ নিচ্ছে এডেক্স গ্রুপ। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই এক্সপো চলবে।

চার দশকেরও বেশি সময় ধরে এডেক্স গ্রুপ বাংলাদেশের পাওয়ার ডিস্ট্রিবিউশন শিল্পে নির্ভরযোগ্যতা, উদ্ভাবন ও টেকসই সমাধান দিয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবারের এক্সপোতে এডেক্স তাদের অত্যাধুনিক প্রযুক্তির কিছু নির্বাচিত পণ্য প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে- শিল্প ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য স্থিতিশীল ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এডেক্সের এক নতুন সংযোজন অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর)।

প্রদর্শনীতে আরও থাকছে-প্রতিভা-ক্যাস্ট রেসিন ড্রাই টাইপ ট্রান্সফরমার, নির্ভয়-হেরমেটিক্যালি সিলড গ্রিন ট্রান্সফরমার, বিটিএ বাসওয়ে সিস্টেম, বিটরণ-মিডিয়াম অ্যান্ড লো ভোল্টেজ সুইচ গিয়ার সিরিজ, স্মার্ট লাইটিং এবং বিল্ডিং ম্যানেজম্যান্ট সিস্টেম (বিএমএস) সলিউশন, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর)।

এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে এডেক্স গ্রুপ তাদের অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স এর বার্তা আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে চায়।

বিদ্যুৎ বিতরণ সেক্টরে উন্নতমানের প্রোডাক্ট লাইনের মাধ্যমে বাংলাদেশি ও আন্তর্জাতিক ক্রেতা, প্রকৌশলী, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের সঙ্গে সংযোগ তৈরি করাই এক্সপোতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

এডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম বলেন, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশনে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনই এডেক্সের এই দীর্ঘ যাত্রার সফলতার মূলমন্ত্র। তাই এডেক্সের পণ্য আপনার প্রজেক্টের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ বিনিয়োগ।

 

কালের সমাজ//এস.কে//এ.জে

Side banner