শিল্পখাতে নতুনভাবে যুক্ত হওয়া এবং অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১৩ এপ্রিল) বিইআরসি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করে। এতে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক এবং শাহীদ সারোয়ার।
ঘোষণা অনুযায়ী, নতুন শিল্প ও অতিরিক্ত গ্যাস ব্যবহারকারীদের জন্য শিল্প বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৩০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪২ টাকা।
এই নতুন হার চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।
তবে বিদ্যমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত থাকছে। তাদের জন্য শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থাকবে।
পেট্রোবাংলা এর আগে প্রস্তাব করেছিল, প্রতিশ্রুত গ্রাহকদের (যাদের ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে) অর্ধেক বিল বিদ্যমান দরে ও বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা হারে নির্ধারণ করা হোক। তবে বিইআরসি সেই প্রস্তাব আংশিক রূপে বিবেচনায় নিয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :