টানা চার দফা বাড়ানোর পর স্বর্ণের বাজারে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার প্রভাবেই দেশীয় বাজারে এই দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামে স্বর্ণ (প্রতি ভরি):
২২ ক্যারেট: ১,৫৬,৬২৪ টাকা
২১ ক্যারেট: ১,৪৯,৪৯৭ টাকা
১৮ ক্যারেট: ১,২৮,১৪১ টাকা
সনাতন পদ্ধতি: ১,০৫,৬৬৪ টাকা
এর আগে ২৮ মার্চ সর্বশেষ ভরিতে ১,৭৭৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আন্তর্জাতিক প্রভাব:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বেড়ে যায় প্রতি আউন্স ৩,১৬৭ ডলারে। তবে এরপর দ্রুত পতনে বর্তমানে আউন্সপ্রতি দাম নেমে এসেছে ৩,০১৪ ডলারে।
রুপার দাম অপরিবর্তিত:
২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা
২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা
১৮ ক্যারেট: ২,১১১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা
চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ১৮ বার, যার মধ্যে ১৩ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ৫ বার। আগের বছর ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :