সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে, তা আগামী বাজেটে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
আজ (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধির কারণে বাজারে তেমন প্রভাব পড়েনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সংকট কমাতে সরকার আমদানি করে সারের মজুত বাড়াতে চায়। এছাড়া, চালের সাপ্লাই চেইন ম্যানিপুলেট করছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, তবে চালের দাম বর্তমানে মোটামুটি সহনীয় অবস্থায় রয়েছে।
সালেহ উদ্দিন বলেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, সবজিসহ কিছু পণ্য এতো কম মূল্যে দেওয়া হতো যে সেটা আর দেওয়া যায় না। এখন পণ্যের সরবরাহও আছে।
এ সময় কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
কালের সমাজ/এ.জে
আপনার মতামত লিখুন :