ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আকুর দায় পরিশোধে, রিজার্ভ কমলো

কালের সমাজ জানুয়ারি ৯, ২০২৫, ০৮:২৬ পিএম আকুর দায় পরিশোধে, রিজার্ভ কমলো

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যার ফলে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের দিনে আকু বিল ১৬৭৩.৯৮ মিলিয়ন (১.৬৭ বিলিয়ন বা ১৬৭ কোটি) ডলার পরিশোধ করা হয়েছে।

আকু বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪.৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনা অনুযায়ী, বর্তমানে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

৮ জানুয়ারি বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬.৫৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ রিজার্ভ ছিল ২১.৬৭ বিলিয়ন ডলার।

 

কালের সমাজ/এ.জে

Side banner