মৌসুমের শুরুতেই ঠান্ডার প্রকোপে অতিষ্ঠ নওগাঁর জনজীবন। রোববার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ সঙ্গে হালকা বাতাস বইছে। এ অবস্থায় ব্যহত হচ্ছে চলতি মৌসুমের ধান কাটার কাজ, বিপদে অন্যান্য শ্রমিকরাও।
নওগাঁর বোয়ালিয়া মাঠে কাজ করা কৃষক সিরাজুল ইসলাম জানান, কুয়াশা আর ঠান্ডার মধ্যে সকালে মাঠে কাজ করাটা অনেক কষ্টসাধ্য। কিছুক্ষণ কাজ করার পর হাত পায়ে কোন শক্তি থাকে না। রাতের বেলা শরীরে ব্যথাসহ অনেক রকম সমস্যা তৈরি হয়। সবকিছু মেনে নিয়েই কেবল জীবিকার তাগিতে কাজ করতে হচ্ছে মাঠে।
একই মাঠের আরেক শ্রমিক দেলোয়ার হোসেন জানান, কয়েকদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছেন তিনি। তারপরও মাঠে কাজ করতে আসতে হয়েছে। মাঝেমধ্যে আগুন জ্বালিয়ে শরীর গরম করতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজকে নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত কালকের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার ঘনত্বও বেশি। এই মাসজুড়ে ঠান্ডা প্রকোপ এমনটাই থাকতে পারে বলে জানান তিনি।
কালের সমাজ//এ.স//র.ন
আপনার মতামত লিখুন :