খাগড়াছড়ি পৌর এলাকার অপর্ণা চৌধুরী পাড়ায় চুমকী রানী দাশ (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল রাত আটটার দিকে নিহতের নিজ বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।নিহত চুমকি রানীদাশ, একই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী।
ঘটনার পর খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চুমকি রানী সন্ধ্যায় ঘরের মধ্যে একাই ছিলেন। সেসময় ঘরে আর কেউ ছিলো না। দুর্বৃত্তরা এমন সময় ঘরে ঢুকে তার উপর হামলা চালায়। এমন নৃশংস হত্যা সংঘটিত হওয়াও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা চুমকি রানীর ঘরে ঢুকে অর্তকিত হামলা চালিয়ে তার গলা, হাত ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
কালের সমাজ//এ.স//র.ন
আপনার মতামত লিখুন :