তৃতীয় দিনেও কাটেনি গাজীপুরের শ্রমিক বিক্ষোভ। এখনও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। তবে এই শিল্পনগরীর অন্য কারখানায় স্বাভাবিকভাবেই সকালে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক শ্রমিকরা। এদিকে-টানা অবরোধে যানবাহন আটকে অচলাবস্থা তৈরি হয়েছে। মহাসড়ক ছাড়াও আশপাশের রাস্তাও তীব্র যানজটে ভোগান্তি বেড়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) বিক্ষোভের তৃতীয় দিনেও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন পোশাক শ্রমিকরা।
জানা গেছে, গতরাতেও বাসায় ফিরেননি পোশাক শ্রমিকরা। তৃতীয় দিনেও গাজীপুর নগরীর কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান করছেন তারা।অবরোধের কারণে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়েছে। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটে অফিসে যাচ্ছে।
দুর্ভোগে পড়া জনগণ জানায়, শ্রমিকদের অবরোধে জনজীবন চরম দুর্ভোগ নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান জরুরি। এটি একটি শিল্প এলাকা। জনবহুল ও কর্মব্যস্ত এলাকায় এমনটা চলতে থাকলে ভোগান্তির অন্ত থাকবে না।
তবে, টিএনজেড গ্রুপের এই একটি পোশাক কারখানা ছাড়া শিল্পনগরীর অন্যসব পোশাক কারখানায় স্বাভাবিকভাবেই সকালে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক শ্রমিকরা।
শনিবার সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে আন্দোলনরত শ্রমিকরা।
কালের সমাজ/এ.স/আ.য
আপনার মতামত লিখুন :