ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরন বিতরন

কালের সমাজ | গোপালগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৩১ পিএম গোপালগঞ্জে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরন বিতরন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাতে কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরন বিতরন করছে দুদক সোমবার (২৮ এপ্রিল)  এ শিক্ষা উপকরন বিতরন করা হয়।


গোপালগঞ্জ দুদক এর  উপ-পরিচালক মশিউর রহমান জানান- কাশিয়ানী উপজেলার সিংগা কে.সি.সি.এম. উচ্চ বিদ্যালয়  অডিটোরিয়ামে  গোপালগঞ্জ  দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় গোপালঞ্জের আয়োজনে ও কাশিয়ানী  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী সিংগা কে.সি.সি.এম.  উচ্চ বিদ্যালয়, উদয়ন  বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, রাহুথড়, কাশিয়ানী ও হাতিয়ারা উচ্চ বিদ্যালয়, কাশিয়ানীসহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে    ছিলেন সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন সোহেল ও সভাপতি হিসেবে  জনাব দুলালী বিশ্বাস,  প্রধান শিক্ষক, সিংগা কে.সি.সি.এম উচ্চ বিদ্যালয়, কাশিয়ানীসহ আরো অনেক বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পার্স, কলমদানি, জ্যামিতি বক্স, পানির পট, মেজারিং স্কেল সহ অন্যান্য উপকরণ  বিতরণ করা হয়। এছাড়াও উপপরিচালক,  জেলা কার্যালয়, গোপালগঞ্জ  সিংগা কে.সি.সি.এম. উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের কার্যক্রম ও সততা স্টোর সঠিকভাবে চালু করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করে থাকে।


প্রধান অতিথি তার বক্তব্যে জানান ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনে রাজনীতিবিদ হয়ে, প্রশাসনে গিয়ে দেশ চালাবে। তরুন সমাজের মধ্যে  সততার চর্চা বাড়াতে দুদক কাজ করে যাচ্ছে।


কালের সমাজ//র.ন

Side banner