ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মুকসুদপুরে জোরপূর্বক সিমানা প্রাচির ভেঙ্গে ফেলার অভিযোগ

কাইয়ূম শরীফ,  মুকসুদপুর এপ্রিল ২৬, ২০২৫, ১১:৫৫ এএম মুকসুদপুরে জোরপূর্বক সিমানা প্রাচির ভেঙ্গে ফেলার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জোরপূর্বক সিমানা প্রাচির ভেঙ্গে ফেলার অভিযোগে প্রতিপক্ষের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল ১১.৩০ মিনিটের দিকে এ ঘটনায় শারফুননাহার (৪৩) স্বামী কামাল হোসেন, সাং পারইহাটি বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের মোশরিফা খান লাকি (৫০) স্বামী মৃত নূর মোহাম্মাদ (ইউনুচ শেখ) এর নামে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সুত্রে জানা যায় বাদী শারফুননাহার উল্লেখ্য করেন, আমাদের নিজেদের জায়গায় মাছের ঘেরের নিরাপত্তার জন্য আমরা ইট দিয়ে সীমানা প্রাচীর তৈরি করি, যা বিবাদী মোশরিফা অস্ত্রধারী  ১০/১২ জন লোক নিয়ে, তাদের অবর্তমানে সীমানা প্রাচীরটি ভেঙ্গেফেলে ক্ষতি সাধন করে, এবং ঘের থেকে মাছ ধরে নিয়ে যায়, যার ক্ষতির পরিমাণ ৫ থেকে ৭ লাখ টাকার মত,  পরে লোক মারফত খবর পেয়ে বাড়ীতে এসে সত্যতা দেখতে পাই এবং কারো সাথে বিবাদে না জড়িয়ে  আইনের আশ্র গ্রহণকরি।

বিবাদী মোশরিফার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, পাশের জমিটি আমাদের, এবং জমিটি বিক্রিত হওয়ায়, জমির ক্রেতাকে বুঝিয়ে দিতে, আমাদের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা সীমানা প্রাচীরটি ভেঙ্গে ফেলা হয়েছে।

মুকসুদপুর থানার উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেন।

 

কালের সমাজ//মু.গো.প্র//এ.জে

Side banner