ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় হজ্জ যাত্রীদের সংবর্ধনা

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৫, ০৪:৩২ পিএম সাতক্ষীরায় হজ্জ যাত্রীদের সংবর্ধনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হজ্জ যাত্রীদের সম্মানে সংবর্ধনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল ) রাত সাড়ে ৮টার দিকে শহরের কামাল নগর লেক ভিউ কনফারেন্স রুমে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত  হয়। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।


প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল হজ্জ নীতিমালা সহজ ও হাজী বান্ধব করতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

কালের সমাজ//সা.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর