ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে ডিপ্লোমাকে স্নাতক সমমান মর্যাদার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী এপ্রিল ২৪, ২০২৫, ০৪:২৭ পিএম রাজবাড়ীতে ডিপ্লোমাকে স্নাতক সমমান মর্যাদার দাবিতে মানববন্ধন

ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক (পাস কোর্স) মর্যাদার স্বীকৃতির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাসসহ অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা।এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্য দূরীকরণে আন্দোলন করে আসছি। কিন্তু আজও সরকার আমাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি। এভাবে উপেক্ষা চলতে থাকলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

শিক্ষার্থীরা মানববন্ধন চলাকালে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক মর্যাদার স্বীকৃতির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।


কালের সমাজ//রা.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর