বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, “বিএনপি কখনোই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেনি বরং দলমত নির্বিশেষে তাদের সম্মানিত করার চেষ্টা করেছে।”
সম্প্রতি রামপাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সরকার মুক্তিযোদ্ধাদের মধ্যেও নগ্ন দলীয়করণ করে বিভাজন সৃষ্টি করেছে। শুধুমাত্র বিএনপির প্রতি সমর্থন থাকার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “রামপালের ক-তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা এস.এম. রশিদ শুধুমাত্র বিএনপির সমর্থক হওয়ার কারণে তার ভাতা বন্ধ করা হয়। যদিও হাইকোর্টের রায়ে তাকে ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তবুও তা বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও বলেন, “এস.এম. রশিদ, আ. হাকিম, শেখ আলতাপ ও আ. মান্নানসহ সারাদেশে বহু মুক্তিযোদ্ধা রাজনৈতিক পরিচয়ের কারণে প্রাপ্য সম্মান ও ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে কৃষিবিদ শামীম বলেন, “মুক্তিযোদ্ধাদের কোনো দলীয় পরিচয় নেই, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দলমত নির্বিশেষে তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।”
কালের সমাজ// মোং.বা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :