ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

মোঃ একরামুল হক, হাটহাজারী প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২৫, ০১:৫০ পিএম হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তরে কুমারী কুল রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নগরীর অক্সিজেন এলাকা থেকে মোটরসাইকেলে করে বরযাত্রীসহ ফরহাদাবাদে যাচ্ছিলেন সাজ্জাদ। পথিমধ্যে আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে সাজ্জাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায় এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত হন সাথে থাকা আরও দুই ব্যক্তি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 


কালের সমাজ//হা.চ.প্র//এ.জে

Side banner