ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে পাহাড় কাটার সময় একজন আটক, ১ লাখ টাকা জরিমানা

মোঃ একরামুল হক, হাটহাজারী, চট্টগ্রাম এপ্রিল ২৪, ২০২৫, ১১:৫৯ এএম হাটহাজারীতে পাহাড় কাটার সময় একজন আটক, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার সময় এক ব্যক্তিকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৩ এপ্রিল রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একাধিক স্থানে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।现场 থেকে একজন এক্সকেভেটর চালককে হাতে-নাতে আটক করা হয় এবং অপর একজন ব্যক্তি দোষ স্বীকার করেন। তার নাম নোমান শরীফ, পিতা: শের আলী, স্থায়ী ঠিকানা: চৌমুহনী, নোয়াখালী।
তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 


কালের সমাজ//হা.চ.প্র//এ.জে

Side banner