"সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি"—এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত এ সভায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্প্রীতির সাতক্ষীরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি আয়োজন করে সাতক্ষীরা সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। এটি দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ‘মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিস)’ প্রকল্পের অংশ, যা ব্রিটিশ সরকারের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি সদস্য প্রফেসর ড. দিলারা বেগম এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও পিএফজি অ্যাম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবুল।
বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সনাক সভাপতি হেনরি সরদার, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অ্যাম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক গোলাম সরোয়ার, ওয়াইপিএজি সদস্য সমাপ্তি গাইন, হৃদয় মন্ডল, মুসফিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও ধর্মীয় ইস্যুতে দেশে বিভাজন ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এসব চক্রান্ত আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এজন্য গুজবে কান না দিয়ে সচেতনভাবে বাস্তবতা মূল্যায়নের আহ্বান জানান তারা।
সভা শেষে সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি রক্ষায় জেলা বিএনপির সদস্য সচিবকে আহ্বায়ক করে রাজনৈতিক, ধর্মীয়, ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৫ সদস্যের “সম্প্রীতি সুরক্ষা কমিটি” গঠন করা হয়।
সভায় রাজনৈতিক নেতা, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ//সা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :