ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কয়রায় সিএন আরএস এর উদ্যোগে মতবিনিময় সভা

এইচ.এম.লিটন কয়রা, খুলনা এপ্রিল ২৩, ২০২৫, ০৬:০৭ পিএম কয়রায় সিএন আরএস এর উদ্যোগে মতবিনিময় সভা

খুলনার কয়রায় বায়োডাইভার্সিটি ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোর আর এল) প্রকল্পের উদ্যোগে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর বাস্তবায়নে খাল খনন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল)  বেলা ১১.৩০ টায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ এস এম আবু বকর সিদ্দিকী এর সভাপতিত্বে এবং উক্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ তুহিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উক্ত প্রকল্পের সাইট অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, মুর্শিদা আক্তার লিপি, মোঃ মনিরুজ্জামান, আসাদুল হাওলাদার, আবু সাঈদ আব্দুল্লাহ, ডাঃ হাসান, মর্জিনা খাতুন, শম্পা মন্ডল, মফিজুল সরদার, জাকির হোসেন লাভলু, আশা মনি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুইডেশ দূতাবাস, ঢাকা এর অর্থায়নে কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৩টি খাল খনন করা হবে। খাল ৩টি হলো হেতালবুনিয়া , যার দৈর্ঘ্য প্রায় ৯৫০ মিটার, শ্যানকুড়ার খাল যার দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার ও আশারামের শিষের খাল যার দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার।

এই খাল ৩টি খনন করা হলে খালের দুই পাশের জমিতে ৩টি করে ফসল উৎপাদন করা সম্ভব হবে। তাতে করে এই এলাকার মানুষ উপকৃত হবে। তবে খাল খনন করতে আপনাদের সহযোগীতার প্রয়োজন হব। আপনাদের সহযোগীতা ছাড়া খাল খনন করা সম্ভব হবেনা। সভায় উপস্থিত সকলেই খাল খননে সহযোগীতার আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর, কিশোরী সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ//ক.খু.প্র//এ.জে

Side banner