ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এন বি আকাশ,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৫৭ পিএম রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে  বুধবার (২৩ এপ্রিল) আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আইভি ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,ভোলাবো ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ,  ৭১টেলিভিশনের সাংবাদিক রিয়াজ খাঁন, দৈনিক কালের সমাজ ও একুশে সংবাদের রূপগঞ্জ প্রতিনিধি এন বি আকাশ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ আরো অনেকে । 

সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন,হত্যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়। বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নির্মাণাধীন ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ অংশের কাজ দ্রুত শেষ করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরিণ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সরকারি সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বৃদ্ধি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কালের সমাজ//না.প্র//এ.জে

Side banner