ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পারভেজ হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাইয়ূম শরীফ, মুকসুদপুর এপ্রিল ২৩, ২০২৫, ০৪:৫৩ পিএম পারভেজ হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ২২৩ ব্যাচের মেধাবী ছাত্র, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে মুকসুদপুর পৌর ছাত্রদল এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। 

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর  উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, মিনাল মাতুব্বর, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ সরদার, সানি শেখ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র সহ-সভাপতি অন্তর শিকদার, সহ-সভাপতি মারুফ মিয়া, জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু,  যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন ইসলাম তানভির, তামিম আহমেদ, কলেজ ছাত্রদল নেতা শান্ত, অনিক, নিহাদ, আরমান, মেহেদী, নাজমুল,সজীব, তমিজসহ অনেকে।

বিক্ষোভ মিছিলে বক্তারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ২২৩ ব্যাচের মেধাবী ছাত্র, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

কালের সমাজ//মু.গো.প্র//এ.জে

Side banner