দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন জেলার সাংবাদিকরা ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। মেঘনা গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামান, পাঠক মেলার জেলা সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, দেশ টিভির প্রতিনিধি এস এস সোহান, মোল্লারহাট প্রেসক্লাব সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারির ইকরামুল হক, রামপালের আতিয়ার রহমান, মোংলার প্রতিনিধি খান আশিকুজ্জামান প্রমুখ।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আইরিন খাতুনসহ জেলার ৯টি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ//বা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :