ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
গোপালগঞ্জ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

আজিজুর রহমান রনি ,স্টাফ রিপোর্টার এপ্রিল ২৩, ২০২৫, ০৩:১৬ পিএম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির নেতাকর্মীরা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ছাত্রদলের পক্ষ থেকে একটি আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীরা পাশে থাকবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

কালের সমাজ//গো.প্র//এ.জে

Side banner