ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা:

সুস্থ হয়ে বাড়ি ফিরছে ১১ বছরের শিশু জিংক থান ময় বম

মোঃ সুমন খান,বান্দরবান এপ্রিল ২১, ২০২৫, ০৭:১৮ পিএম সুস্থ হয়ে বাড়ি ফিরছে ১১ বছরের শিশু জিংক থান ময় বম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম মডেল বমপাড়া এলাকায় আগুনে দগ্ধ এক শিশুকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে উন্নত চিকিৎসা প্রদান করেছেন। মানবিক এই সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে ১১ বছর বয়সী জিংক থান ময় বম রান্নার চুলার পাশে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ তার পোশাকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন তার পিঠজুড়ে ছড়িয়ে পড়ে এবং শরীরের প্রায় ১৫ শতাংশ পুড়ে যায়। দুর্গম এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় পরিবার স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে বাধ্য হয়।

পরে ৬ এপ্রিল বান্দরবান সেনা জোনের লংলাইপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প কমান্ডার মেজর এস. এম. আনিসুজ্জামান উদয়ের নেতৃত্বে ওই এলাকায় গেলে ঘটনাটি তাদের নজরে আসে। সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে বান্দরবান ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এমডিএস হাসপাতালে নিয়ে যান।

এমডিএস-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, “শিশুটির পিঠের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিয়মিত ড্রেসিং, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এখন সে অনেকটাই সুস্থ। সংক্রমণের আশঙ্কা নেই বললেই চলে। আজ ২১ এপ্রিল তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে, তবে ফলোআপ চিকিৎসার জন্য নির্ধারিত সময়ে আসতে বলা হয়েছে।”

সেনা জোনের এক কর্মকর্তা বলেন, “শিশুটির চোখে আমরা শুধু যন্ত্রণা নয়, বাঁচার আকুতি দেখেছি। পাহাড়ি এই জনপদে আমাদের দায়িত্ব শুধু নিরাপত্তা নিশ্চিত করা নয়, মানবিক সহায়তা প্রদান করাও আমাদের কর্তব্য। আমরা চেষ্টা করি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পাশে থেকে সহায়তা করার, যেন তারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারে।”

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শুধু নিরাপত্তা নিশ্চিত করছে না, পাশাপাশি পরিচালনা করছে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। এর মধ্যে রয়েছে: ফ্রি মেডিকেল ক্যাম্প, সড়ক নির্মাণ ও সংস্কার, শিক্ষাসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও দুর্যোগকালীন ত্রাণ সহায়তা।

এ ধরনের মানবিক উদ্যোগের ফলে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা দিন দিন আরও গভীর হচ্ছে।

 


কালের সমাজ//বা .প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর