তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে টুঙ্গিপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এসব পানি ও স্যালাইন বিতরণ করা হয় জিটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেনের নেতৃত্বে এ আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর,সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন, তারু শেখ,নুর আলম ইসলাম হাবু, কলেজ শাখার হাবিবুর রহমান,নাজিবুল্লাহ নিশাত প্রমূখ।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর বলেন, টুঙ্গিপাড়ায় গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাহিরে অবস্থান নেওয়া অভিভাবকদেরকেও পানি-স্যালাইন দেওয়া হয়।
কালের সমাজ// টু.গো .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :