ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
রাজবাড়ীতে

পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতেমানববন্ধন

জেলা প্রতিনিধি,রাজবাড়ী এপ্রিল ২১, ২০২৫, ০৭:০২ পিএম পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতেমানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১এপ্রিল) দুপুর ১২টায় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কালো ব্যাজ ধারণ করে এই মানববন্ধন করে তারা। 

মানববন্ধনে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, দপ্তর সম্পাদক তারেক রহমানসহ প্রমূখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করেছে। এই এনসিপি নেতারা বৈষম্য বিরোধী ট্যাগ লাগিয়ে সারা বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। তারা এখন নির্বাচন চাই না। কারণ নির্বাচন হলে তাদের বাংলাদেশে আর কোন পরিচয় ঠিকানা থাকবে না। 

বক্তারা আরও বলেন, মেধাবী ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করেছেন ভবিষ্যতে এই ধরণের হত্যার রাজনীতি যদি আপনারা শুরু করতে থাকেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বসে থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক ধৈর্য ধরে সহনশীলতার পরিচয় দিয়েছে। এরপরে এমন ঘটনা ঘটলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব।



কালের সমাজ// রা.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর