ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
রাজবাড়ীতে ইউসিবি বাফুফে

অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,রাজবাড়ী এপ্রিল ২১, ২০২৫, ০৬:৪২ পিএম অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ (ঢাকা জোন) জাতীয় ফুটবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী করা হয়েছে।

সোমবার(২১ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এই ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক,জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ,ইউসিবি ব্যাংক রাজবাড়ী শাখার ম্যানেজার মোল্লা ফজলুল হক মুকুল, রাজলক্ষী জুয়েলার্স ও হাউজিং লিমিটেডের স্বত্বাধিকারী জয়দেব কর্মকার উপস্থিত ছিলেন।

ঢাকা জোনের ফাইনাল খেলায় স্বাগতিক রাজবাড়ী জেলা ও শক্তিশালী শরীয়তপুর জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল একাদশ অংশগ্রহণ করে।খেলার নির্ধারিত সময়ে স্বাগতিক রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ৪-০ গোলে শরীয়তপুর জেলা ফুটবল একাদশকে পরাজিত করে।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, ইউসিবি বাফুফে অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজকে যারা বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা ও অভিনন্দন রইলো। যারা পরাজিত হয়েছে তাদের জন্যেও একরাশ শুভ কামনা রইলো।আমি রাজবাড়ী জেলায় যোগদান করার পর থেকেই দেখেছি এ জেলার ছেলে মেয়েরা কালচারালি যেমন এগিয়ে তেমনি ক্রীড়াঙ্গনেও তারা অনেক এগিয়ে আছে। আমাদের ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি যেমন সাংস্কৃতিক চর্চা করতে হবে, ঠিক তেমনি ভাবে খেলাধুলাও করতে হবে।খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই বেশি বেশি খেলাধুলাও করতে হবে। পড়ালেখাও ঠিক রাখতে হবে। আজকের এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

জানা গেছে, টুর্নামেন্টে ঢাকা জোনের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ,মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলা অংশগ্রহণ করে।গত ১৫ই এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হয়।



কালের সমাজ// রা .প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর