ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শাহরাস্তিতে উত্তর বলে দেওয়ায় হল সুপার আটক, ৩ শিক্ষক প্রত্যাহার

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৫:১৪ পিএম শাহরাস্তিতে উত্তর বলে দেওয়ায় হল সুপার আটক, ৩ শিক্ষক প্রত্যাহার

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপার আজমুল হককে আটক ও হলে দায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজমুল হক ১২নং হলে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দেন। ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

অভিযুক্ত হল সুপার দোষ স্বীকার করেন এবং কেন্দ্র সচিব মো. আজাদ হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

দুপুরে শাহরাস্তি থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

কেন্দ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন জানান, হলের দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কালের সমাজ//চা.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর