ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে রাজউকের অভিযান: তিন ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা

এন বি আকাশ ,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৫:১০ পিএম রূপগঞ্জে রাজউকের অভিযান: তিন ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের অনুমোদন ছাড়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় তিন ভবন মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা এবং আরও দুটি নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত রূপসী এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে নকশা বহির্ভূতভাবে নির্মাণ করায় সিদ্দিকুর রহমানকে ৫০ হাজার টাকা, তালিমুন নেছা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ভবনের জন্য ১ লাখ টাকা এবং ইব্রাহীম প্রধানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদ্রাসার ভবনের একটি অংশ আংশিকভাবে ভেঙে ফেলা হয়।

এছাড়া মামুন প্রধানের নির্মাণাধীন দুইতলা ভবনের কাজ বন্ধ করে তিন মাসের মধ্যে রাজউকের অনুমতি নিয়ে পুনরায় কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের ছয়তলা নির্মাণাধীন ভবনেরও কাজ বন্ধ করে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে রাজউকের জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরত আলী রাসেল, ইমারত পরিদর্শক আব্দুর রহিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, “নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় জরিমানা ও নির্মাণ বন্ধের পাশাপাশি ভবন মালিকদের ভবিষ্যতে অনুমোদন নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে কিছু ভবনের অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং মালিকরা নিজ উদ্যোগে বাকিটুকু ভেঙে ফেলতে অঙ্গীকার করেছেন।” তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

কালের সমাজ//,রূ. না .প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর