গৌরীপুর উপজেলার পৌর শহরে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের অবহেলা ও অনিয়মের কারনে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোট শিক্ষক পাচ জন, একজন অনুপস্থিত,গোলকপুর সকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সাত জন, একজন মাতৃকালীন ছুটি, সৌর্যবালা সরকারী পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নয়জন অুপস্থিত একজন,নৈমিত্তিক ছুটিতে একজন, মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক চারজন একজন নৈমিত্তিক ছুটি,গৌরীপুর পৌর মডেলে শিক্ষক দশ জন, অনুপস্থিত চার জন ছুটিতে আছেন।নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক চারজন একজন নৈমিত্তক ছুটি,সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পাচ জন একজন নৈমিত্তিক ছুটি ও ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পাচজন কিন্তু ছাত্র নাই শুধু তাই নয় প্রধান শিক্ষকের কক্ষে হাড়ি পাতিল সহ রান্নার উপকরনও পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আন্জুমান আারা বেগমের কাছে জানতে চাইলে যথাযত ব্যবস্থা গ্রহন করবেন বলে আস্বাস দেন।
কালের সমাজ// গৌ.ম .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :