আকস্মিক বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক দিন মজুর মহিলার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন দিনমজুর মহিলা। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।
অমিত্তবান আরা সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। এসময় আহত হয় একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খুকুমনি (৪৭)।
ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজ করছিলেন। হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। তড়িঘড়ি করে লোকালয়ে ফিরছিলেন তারা। এরইমধ্যে বজ্রপাত ঘটলে অমিত্তবান ঘটনাস্থলে নিহত হয়। তার সাথে থাকা অপর শ্রমিক খুকুমণি আহত হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনা নিশ্চিত করেছেন।
কালের সমাজ// সা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :