চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা একটি বাসায় হামলা চালিয়ে গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাজিমুদ্দিন শরিফ (৪৫) রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতদলের হামলার শিকার হন। ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রসহ কেচি গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে। এরপর তারা ঘরের দরজা ভেঙে ঘুমন্ত নাজিমুদ্দিন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। বাধা দিলে নাজিমুদ্দিনকে রামদা দিয়ে হাত ও বুকে কুপিয়ে আহত করে।
ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ ৬৫ হাজার টাকা, আনুমানিক ৬ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা), একটি ল্যাপটপ ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল লুট করে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
আহত নাজিমুদ্দিন শরিফকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নগরীর মির্জাপুল ডক্টর হসপিটালে চিকিৎসাধীন।
ডাকাতির খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ওসি এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুব দ্রুত দোষীদের গ্রেপ্তারে আশ্বাস দেন তিনি।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কালের সমাজ// হা.চ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :