ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৪:২৬ পিএম সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম (রাসেল) গ্রেপ্তার হয়েছে। সোমবার দুপুরে খুলনা জেলার পাইকগাছা থানার বোয়ালিয়া মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম (রাসেল) আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মো. ইশার আলী সরদারের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উক্ত রাসেল ১১ বছর ধরে পলাতক ছিল।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সুত্র জানায়, ২০১৩ সালে আফিম পরিবহনকালে উক্ত রাসেল রাজবাড়ী থেকে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩ (ক) ধারায় একটি মামলা রুজু হয়। অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। সেখান থেকে সে পালাতক ছিল।


র‌্যাব জানায়, রাসেল ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরেকটি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

 

কালের সমাজ//সা .প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর