সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ তার বিরুদ্ধে আনা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার খালা মাসুদা বেগম সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালান। মূলত: একটি লীজকৃত জমিকে কেন্দ্র করে এই বিরোধ সৃষ্টি হয়েছে, যা তার মামা মো. শফিউল আজমের নামে বৈধভাবে লীজ নেওয়া হয়েছে এবং ১৪৩১ সাল পর্যন্ত যার লীজমানি পরিশোধ করা রয়েছে।
তিনি দাবি করেন, ওই জমি নিয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তার খালাও বিষয়টি বুঝে আবেদন প্রত্যাহার করেছেন। খালার করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রমাণহীন বলেও জানান তিনি।
রাশেদ অভিযোগ করেন, তার খালা কিছু টাকা ধার নেওয়ার পর তা ফেরত চাইলে অসদাচরণ শুরু করেন এবং ক্যান্সার রোগী হওয়ায় মাঝে মাঝে অপ্রাসঙ্গিক কথা বলে তার মানহানি করছেন। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণাও দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার মামাতো ভাই মো. নাজমুল হুদা ও হুমায়ুন কবির।
কালের সমাজ//গা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :